ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে গ্রাম আদালতের রায়ে  ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান

সিরাজগঞ্জে গ্রাম আদালতের রায়ে  ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের রায়ে আবেদনকারীকে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ রায় কার্যকর করা হয়েছে। উক্ত উপজেলার জামতৈল গ্রামের আবেদনকারী রিমা বেগম তার মামলায় অভিযোগ করেন, একই গ্রামের শুকুর আলীর ছেলে বাবলু সরকার তার ক্ষতিসাধন করেছেন।

এ মামলা করার পর গ্রাম আদালত বিধি অনুযায়ী উভয় পক্ষকে সমন জারি করা হয় এবং উভয় পক্ষের উপস্থিতিতে সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত বিষয়টি যাচাই-বাছাই করে। সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত রিমা বেগমের পক্ষে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ মঞ্জুর করে এবং আদালতের রায় মোতাবেক তাকে অর্থ বুঝিয়ে দেয়া হয়।

গ্রাম আদালতের ৫ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল এই রায় প্রদান ও বাস্তবায়ন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক নেতা শওকত আলী তালুকদার, হাসনাতে রাব্বি সুমন, শেখ সোহেল আহম্মেদ, ইউপি সদস্য আব্দুস সালাম, শাকিলা সরকার প্রমুখ।

উল্লেখ্য, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ন্যায়বিচার সেবা পৌঁছে দেয়া।

ক্ষতিপূরণ,প্রদান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত